মুন্সিগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি  

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১৯:০৪ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:৪১

চতুর্থ বারের মতো মুন্সিগঞ্জ-২ ( লৌহজং-টঙ্গীবাড়ি ) আসন থেকে আওয়ামীলীগের মনোনিত সাগুফতা ইয়াসমিন এমিলি মতো বুধবার বিকেলে প্রথমে টঙ্গীবাড়ি ও পরে লৌহজং উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন দুই উপজেলার সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে । 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসাদ আল বারেক, সাধারন সম্পাদক কবির হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম মৃধা. সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শেখ মো. ইদ্রিস,  সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের  উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক বি.এম শোয়েব, সাংগঠনিক  সম্পাদক আবু ফয়সাল নিপু, মো. জাকির হোসেন বেপারী, মো. আশরাফ হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. ফেরদৌস আলম খান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি মো. আলমঙ্গীর কবীর খান,  সাধারন সম্পাদক মো. শাহজাহান খান সাজু,  এইচ এম আজিজুল হক প্রমুখ ।  

১৯৯৬ সালে আওয়ামীলীগ ২১ বছর পরে সরকার গঠন করলে সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ-নারায়নগঞ্জ থেকে সংরক্ষিত মহিলা সদস্য হন । এরপর ২০০৯, ২০১৪, ও ২০১৮ সালের নিবাচনে মুন্সিগঞ্জ - ২ আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ।


ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত