মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্যর সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৭:২৮

মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্যর সাথে ঝিকুট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার (১৪ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ঝিকুট ফাউন্ডেশন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন মালখানগর কলেজ পরিষদের উপদেষ্টা প্রভাষক মো. মোবারক হোসেন, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, ঝিকুট ফাউন্ডেশন মিডিয়া সেলের সদস্য আলী আহমেদ চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়া, সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ আক্তার সম্পা, ঝিকুট ফাউন্ডেশন ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সদস্য সচিব মো. আরাফাত ইসলাম, সদস্য মো. সিজান, মুসা প্রমুখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত