মুন্সিগঞ্জ শহীদ মিনারে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদে অবস্থান ধর্মঘট ও গনঅনশন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৪:৩৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০২:১৩
আজ সারাদেশের মতো মুন্সিগঞ্জের শহীদ মিনারে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা প্রতীমা ভাংচুর মন্দির বিধ্বস্তের প্রতিবাদে সকাল ৬টা হতে দুপুর ১২ টাকা পর্যন্ত অবস্থান ধর্মঘট গনঅনশন কর্মসূচি পালিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে অভিজিৎ দাস ববি ও কেন্দ্রীয় নেতা বলরাম বাহাদুরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, সাধারণ সম্পাদক নবীন রায়, ননী গোপাল হাওলাদার, বিমল সাহা, লৌহজং হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচীব এডভোকেট সঞ্জীব মন্ডল তুষার, বাসুদেব নাগ, স্মৃতিকনা দাস।
এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাজী ফয়সল আহমেদ বিপ্লব, সাবেক ছাত্র নেতা গোলাম রহমান তপন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবর রহমান খোকা, সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর ঢালী।
সভায় আরো বক্তব্য রাখেন লৌহজং উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক শিবু শীল, সদস্য সচিব শিমুল কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল চন্দ্র পাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি বলরাম বাহাদুর, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব নাগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ সদর উপজেলার সভাপতি ননী গোপাল হালদার, মুন্সিগঞ্জ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার দে, সাংগঠনিক সম্পাদক নারায়ন চৌধুরী টিটু, মহিলা বিষয়ক সম্পাদিকা রিতা রানী চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বরুণ পোদ্দার, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, কনকসার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা অবিলম্বে এদেশে সাম্প্রদায়িক শক্তিকে কঠোরভাবে দমনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। সভা শেষে সীমিত পরিসরে বিক্ষোভ মিছিল বেড় করা হয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত