মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের শহীদ দিবস উদযাপন 

  শাহনাজ বেগমঃ   

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৯

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপিত হয়েছে।  ২০ ফেব্রুয়ারী রবিবার রাত নয়টায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। 

 উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায়  প্রকাশক ও সম্পাদক এবং  মুন্সিগঞ্জ জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের  প্রধান  উপদেষ্টা  এডভোকেট সোহানা মহিউদ্দিন। মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এর সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে  সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, আবু হানিফ রানা, শামসুল হুদা হিটু, সাইফুল ইসলাম কামাল, রুবেল মাদবর,  শাহনাজ বেগম,  সাখাওয়াত হোসেন মানিক,  নাজমুল হোসেন মিলন সহ আরো অনেকে।

 ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের গান পরিবেশন করা হয়। প্রধান অতিথি সোহানা মহিউদ্দিন দেশের গান পরিবেশন করেন। 

আরো সংগীত পরিবেশন করেন স্বনামধন্য বিরহী মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী শিল্পী বিরহী মোক্তার,  নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির উপ সম্পাদক জাহাঙ্গীর আলম,  বাউল জাহাঙ্গীর,  ইলমা,  কলিসহ আরো অনেকে। তবলায় ছিলেন বিপ্লব পরদেশী গোবিন্দ মন্ডল। 

এরপর রাত ১২ টা ০১ মিনিটে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগণ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত