মুন্সিগঞ্জে ভাড়া বাড়িতে অটোচালকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩৪ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৭
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুরে ভাড়াবাসা থেকে মানিক নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতের উদ্ধারের পর সোমবার বেলা ১১টায় মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মানিক সিরাজদিখান উপজেলার তালতলা গ্রামের মৃত মালেক বেপারীর ছেলে ছিলেন।
নিহতের পরিবার থেকে জানা যায়, মানিক প্রায় ১২ বছর যাবৎ আব্দুল্লাপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। কিছুদিন আগে নন গভার্নমেন্ট অরগানাইজেশন (এনজিও) থেকে দুই দফা ঋণ নিয়ে কেনার পর অটোরিকশাটি ছিনতাই হয়ে যায়। পরে ওই ঘটনায় পুলিশ মামলার আলামত হিসাবে অটোরিকশাটি জব্দ করে। এর পর থেকে কর্মহীন ছিলেন তিনি। একদিকে অটোরিকশা না পাওয়া অন্যদিকে এনজিওর টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত ছিলেন
স্থানীয় জুৎসা বেগম বলেন, অটোরিকশা কেনার জন্য মানিক অনেকগুলো কিস্তি উঠিয়েছিলেন। সপ্তাহে ৬ হাজার টাকা করে ২৪ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো তাকে। কিন্তু পুলিশ অটো রিকশাটি জব্দ করে রাখায় তিনি কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এ জন্যই রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে সে।
নিহতের স্ত্রী মাসুদা বলেন, 'তাঁর সাথে আমার কোনো পারিবারিক কলহ ছিল না। তাঁকে কিস্তি নিয়ে এ পর্যন্ত তিনটি অটোরিকশা কিনে দিয়েছি। টাকা না দিতে পেরে সে আত্মহত্যা করেছে। এ ছাড়া তো অন্য কোনো কারণ দেখছি না। রাতে আমার সামনে ঘর থেকে বের হয়েছে। পরে খুঁজতে গিয়ে দেখি নির্জন একটি ঘরে তাঁর মরদেহ।'
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব খান বলেন, 'মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। অটো ছিনতাইয়ের ঘটনায় তাঁর একটি মামলা ছিল। সে মামলায় অটোরিকশাটি আলামত হিসেবে জব্দ ছিল বলে জেনেছি।'
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত