মুন্সিগঞ্জে দুই চিত্রশিল্পীর শিক্ষার্থীদের আর্ট প্রশিক্ষণ
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১২:০৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩
পর্তুগাল প্রবাসী বাংলাদেশী শিল্পী আসিফ উজ-জামান এবং তাঁর বন্ধু শিল্পী আনা সিলভিয়া মালহাদো’র (পর্তুগাল) গড়া আর্ট সংস্থা। শিশুদের চিত্র আঁকায় উৎসাহিত করা এবং প্রতিভা বিকশিত করার লক্ষ্যে সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে রং, পেন্সিল, কাগজ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত শারমিন নিলা, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জোবায়ের হোসাইন ফাহিম, মোহাম্মদ সুজন হোসাইন, দ্বীপ সরকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
শিল্পী আসিফ উজ-জামান জানান, তাদের অর্গানাইজেশন ২০১৯ সালে যাত্রা শুরু করে। তাঁরা দুই ধরনের কার্যক্রম পরিচালনা করেন। একটির এর কার্যক্রম হচ্ছে তারা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে স্কুলের বাচ্চাদের সাথে ছবি আকেন এবং তাদের উপহার হিসেবে রং, পেন্সিল, কাগজ, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করে থাকেন। তাদের লক্ষ্য- শিশুদের শিল্প-সাহিত্যের মাধ্যমে আনন্দ দেওয়া এবং তাদের প্রতিভা বিকশিত করা। তারা বিশ্বাস করেন- বাচ্চারা যদি শিল্প সাহিত্যের ভিতরে থাকে, তাহলে তারা ভবিষ্যতে বিপদগামী হবে না। তিনি আরও যোগ করেন এই কার্যক্রমে তারা সবাই হয়তো শিল্পী হবে না, কিন্তু তাদের চিন্তাশক্তিকে বিকশিত করবে। তাদের সংস্থাটি ইতিপূর্বে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশসহ দশের অধিক স্কুলে এই কার্যক্রম পরিচালনা করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত