মুন্সিগঞ্জে জোরপূর্বক জমি দখল ও দস্যুতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪০ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ০১:৪৫
মুন্সিগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক কোটি টাকার জমি বেদখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার বেলা সাড়ে ১১ টায় জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লৌহজং উপজেলার খেতের পাড়ায় মৌজায় ক্রয়কৃত ৭৩ শতাংশ জমি দখলদার থেকে রক্ষা ও সুষ্ঠু বিচারে দাবি জানান ভুক্তভোগী মানিক রয়েল।
তিনি বলেন, বিগত ১বছর আগে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খেতেরপাড়া মৌজায় ৭৩শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরে সেটি নামজারি ও খাজনাপত্র পরিশোধ করেন। গত ১বছর যাবত জমিতে তিনি চাষাবাদ করছিলেন। তবে কিছুদিন যাবত ওই জমি স্থানীয় বাবুল বেপারি, আমিনউদ্দীন বেপারি, নুরজাহান বেগম গংদের দাবি করে ভাড়াটিয়া সন্ত্রাসী আল-আমিন ও তার দলবল জমি বেদখল করার চেষ্টা করছে। এরমধ্যে দখলবাজচক্রটি ফসলি জমিতে টাঙিয়েছে সাইনবোর্ড। জমির দলিল দেখাতে বললেও কোন দলিল দেখাতে পারেনি চক্রটি। এনিয়ে দুইপক্ষ বিরোধে জড়ালে সন্ত্রাসী হামলা চালায় আল-আমিন ও তার সাঙ্গপাঙ্গরা। জমি ছেড়ে দিতে ক্রয়কৃত মালিক মানিক রয়েল ও তার পরিবারকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে৷ এতে করে তিনি তার পরিবার নিয়ে চরম শঙ্কিত রয়েছে।
এ বিষয়ে প্রশাস ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বেদখলের হাত থেতে জমি রক্ষা ও ভূমিদস্যুতার বিচারের দাবি জানান ভোক্তভোগী মানিক।
এদিকে বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আল আমিন বলেন, ওই ৭৩শতাংশ জমির অর্ধেক মালিক আমার চাচাতো ভাইদের পৈত্রিক৷ তাদের কাছে ১৯৬৩সালের দলিল আছে। চাচাতো ভাইয়ের হয়ে আমি ওইখানে গিয়েছিলাম।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত