মুন্সিগঞ্জে উদ্যোক্তা পরিবার অফলাইন আড্ডা মিট আপ অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৪ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৫
মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার(১৮.০২.২০২২) সকালে মুন্সিগঞ্জ সদরে একটি রেস্টুরেন্টে হল রুমে অফলাইন মিট আপ ও উদ্যোক্তা মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তা পরিবারের গ্রুপের অন্যতম মডেরেটর নিথি ইসলাম এর সঞ্চালনা ও পরিচালনা করেন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক গণমুক্তি ও বাংলা টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন (ইমু), দ্বীপ টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি ও স্বপ্ন পূরন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান ইসলাম নাহিদ, মিটআপে কো- এডমিন জুঁই ইসলাম,মডারেটর, সুমাইয়া ইসলাম, লাকি আক্তার,পারুল আক্তার মনিরা, শ্রাবনী, তিশা ইসলাম, উদ্যোক্তা জিনাত কলি,শারমিন স্বপ্না রূপা, মাহিনূর, জান্নাতুল ফেরদৌস আনিসা,তাহমিনা ছোঁয়া,জান্নাতুল ফেরদাউস অন্নি,খুকু খান,তাসদিদ মনির উশা,কুলসুমা মুন্নি উপস্থিত ছিলেন। তরুণ উদ্যোক্তারা বলেন, মানবিক কাজে ও ভালো মানুষ চর্চায় আমরা এগিয়ে যাচ্ছি। এর পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও নিজের ব্যক্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিজেকে স্বনির্ভর করে গড়ে তোলার আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত