মুন্সিগঞ্জের পদ্মায় ট্রলার ডুবি, ইউপি সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২১:২৫

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের নিকটেই নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান(৩৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো চারজন।
সদর উপজেলার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান বলেন, ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেয়। ঘটনাস্থল থেকে নৌ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন।
 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত