‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১৩:৫০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪
‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক এই চলচ্চিত্রের শুভ মুক্তি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টা ৫মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশ ও ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একাত্তরেও সহায়তার জন্য।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। স্বাধীনতা এনেছেন। দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। আর ৭৫ এর পর ইতিহাস বিকৃতি শুরু। কিন্তু ইতিহাস কথা বলে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনের ওপর ভিত্তি করে রচিত। তার জীবনের অনেক তথ্য জানতে পারবো।দেশবাসীর কাছে আহ্বান ইতিহাসের নতুন তথ্য পাবেন।
আমাদের পরিবারের অনেক অজানা তথ্য জানতে পারবেন। এজন্য নরেন্দ্র মোদী, শ্যাম বেনেগালসহ কলাকুশলী, নির্মাণকাজের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। চলচ্চিত্রে শুভ মুক্তি ঘোষণা করেন তিনি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত