মুজিবনগর স্মৃতিসৌধে দুই মন্ত্রীর পুস্পমাল্য অর্পণ
প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৯:৫৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০১
ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার বেলা ১১টার দিকে মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হেলিকপ্টারযোগে মুজিবনগরে অবতরণ করার পর পুলিশের গার্ড অব অনার প্রদান ও সালাম গ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক সহ সেখানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত