মুজিবনগরে হোন্ডা মোটরসাইকেল শোরুম কাজী মটরর্স এর শুভ উদ্বোধন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৮:২৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:০২
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে জাপানি ব্যান্ড হোন্ডা মোটরসাইকেল শোরুম কাজী মটরর্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কাজী মটরর্স এর সত্বাধিকারী কাজী খয়রুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোন্ডা কোম্পানীর রিজিওনাল সেলস্ ম্যানেজার আহম্মেদ নাফিস আল ইসলাম। এসময় হোন্ডা ডিলার নেটওয়ার্ক শরীফুল ইসলামের স ালনায় বক্তব্য রাখেন রিজিওনাল সার্ভিস ম্যানেজার কামরুল হাসান, এরিয়া সেলস্ ইনচার্জ নাসিফ আহম্মেদ কাজী মটরর্স এর ইনচার্য মোস্তফা সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন, কাজী মটরর্স এর সত্বাধিকারী কাজী খয়রুদ্দীন। উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কাজী মটরর্স এর সত্বাধিকারী কাজী খয়রুদ্দীন এর হাতে হোন্ডা কোম্পানীর রিজিওনাল সেলস্ ম্যানেজার আহম্মেদ নাফিস আল ইসলাম ডিলারশীপ এর সনদ তুলে দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত