মুজিবনগরে বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৫:০৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬
মুজিবনগর কেদারগঞ্জ বাজারে বিদুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দপুর পনে একটার দিকে মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজারে ঝর্ণা স্যানেটারী মার্কেটের দ্বিতীয় তলার ছাদে স্টিলের পাইবের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।
এসময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- মুজিবনগর ভবানীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজুল ইসলাম (২৮) ঝর্ণা স্যানেটারী মার্কেটের দ্বিতীয় তলার ছাদে স্টিলের পাইব নামানোর সময় ছাদের পাশে থাকা বিদুৎতের খুটিতে খোলা তারের সাথে স্টিলের পাইব ঠেকে যায়। বিদুৎতের তারে পাইব ঠেকে যাওয়ার সাথে সাথেই পা ও হাত পুড়ে যায় এবং পরে মৃত্যু হয়।
কেদারগঞ্জ বাজারের পাশে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বিদুৎতের তারের সাথে স্টিলের পাইব ঠেকে যাওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়। তারা আরো বলেন বিদুৎতের তারে প্লাস্টিকের কভার না থাকাতে এই দূর্ঘটনার স্বীকার হয়েছে মিরাজুল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত