মুজিবনগরে আইন-শৃক্সখলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ০৯:৪৭ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৪
মুজিবনগরে আইন-শৃক্সখলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সামাজিক অপরাধ প্রতিরোধে আইন-শৃক্সখলা বিষয়ক উঠান বৈঠকে আলোচনা করা হয়। রবিবার বিকালে মোনাখালী ইউনিয়নের ২ নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে মোনাখালীর ছাতিমতলা প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই ইসমাইল হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শরিফুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত