মুচলেকা দিয়ে রফিকুল ইসলাম মাদানীর জামিন, মুক্তিতে বাধা নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১৪:১২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৩

ভবিষ্যতে কোনও ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না মর্মে মুচলেকায় ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানীকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

এর আগে, ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের রফিকুল ইসলাম মাদানীকে আসামি করে চারটি মামলা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত