মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-শিশুর মৃত্যু

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:০৪ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪

রাজধানীর মুগদার বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ মা ও তার শিশু সন্তান মারা গেছে।মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুইজন হলেন,  প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।

ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে। 

তিনি আরও জানান, প্রিয়াঙ্কা সোমবার (২২ নভেম্বর) দিনরাত ৩টার দিকে ও তার ছেলে রাত ১১টার দিকে মারা গেছে। প্রিয়াঙ্কা শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল। এছাড়া চিকিৎসাধীন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে প্রিয়াঙ্কার মার শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াঙ্কার স্বামীর শরীরের ২৫ শতাংশ বার্ন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত