মুক্তির আগেই ‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’ নিষিদ্ধ করল সৌদি আরব
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৭:৩২ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬
মুক্তির আগেই দুঃসংবাদ ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ -এর ঘরে। ছবি দুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে। আজ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসন থেকে জানানো হয়, সৌদি আরবে মুক্তি পাবে না ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’।
সূত্রের খবর, ছবিই দুটি দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই ছবিই ভায়োলেন্স ভরপুর, রয়েছে যৌনতাও। শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। শুধু এই দুই ছবি না, দক্ষিণী ছবি ‘আমরণ’ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’। অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে দুই ছবিই। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। ঠিক এসময় সৌদি আরবের আচরণ যেন দুঃসংবাদ-ই বটে।
‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। আরও আছেন কার্তিক আরিয়ান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত