মুক্তা আ’লীগেরে মনোনয়ন পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ মিছিল
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৯:১৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৬
রাজনৈতিক ডামাঢোলের মাঝে পঞ্চগড়-১ আসনে একটি পরিবর্তনমুখী অবস্থান দেখার অপেক্ষায় ছিলেন আওয়ামীলীগের নেতাকর্মী ওভোটার সমর্থকরাম অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রুপ নিলো।
নেতা সমর্থক কর্মীদের আশা ছিল এমন একটি লোককে যেনো মনোনয়ন দেওয়া হয় ‘ তিনি হলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও এটু আই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা। এদিকে রোববার বিকেলে এ উপলক্ষে আনন্দমিছিল করে নেতাকর্মী ও সমর্থকরা।নাঈমুজ্জামান মুক্তা প গড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা। চাকরী থেকে অবসর নেওয়ার পর পর আওয়ামীলীগের রাজনীতিতে আত্ননিয়োগ করেন।নেতাকর্মীদের নিয়ে দাবড়িয়ে বেড়ান সবর্ত্র।তার সাথে ত্যাগী ও বি ত নেতাকর্মী ছাড়া সাধারন ভোটাররাও একাত্নতা প্রকাশ করেন।
পঞ্চগড়-১ আসনের সদর তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলার আওয়ামীলীগের বিপুল নেতাকর্মী বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত ও বর্তমান প্রধানমন্ত্রী মেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী পঞ্চগড়ের জন মানুষের নেতা এই নাঈমুজ্জামান মুক্তার নৈতিক আদর্শে একাগ্রতা প্রকাশ করেন।এরই ধারাবাহিকতায় গ্রাম থেকে গ্রামান্তরে জনপ্রিয় নেতা হিসেবে সুখ্যাতি অর্জন করেন মুক্তা।পঞ্চগড়-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কৃষক, কামার, দিনমুজুর, গরীব মেহনতী সকলের আর্শিবাদ পান এই মানুষটি।গরীব অসহায় মানুষের পাশে দাঁিড়য়ে তাদের সন্তানদের লেখাপড়ায় নানা ভাবে সহযোগীতা করে আসছেন।
পাশাপাশি পঞ্চগড়ের অন্যসব উপজেলার নেতাকর্মীরা মুক্তার অবস্থানকে স্বাগত জানিয়ে আসছেন। তারাও আশাবাদি ছিলেন এবার তিনি যেনো পান নৌকা প্রতীক।নাঈমুজ্জামান মুক্তার সহধর্মীনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার শশুড় বীরমুক্তিযোদ্ধা কাজী মাহবুবর রহমান তেতুঁলিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কর্মকর্তা ও শাশুড়ী ফরিদা আতকার হীরা ছিলেন বৃহত্তর দিনাজপুরের মহিলা এমপি।
এদিকে পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান বলেন‘ আমাদের নীতির বিজয় হয়েছে। বিজয় হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের। বর্তমান স্মার্ট বাংলদেশের যিনিও স্বপ্ন দেখেন তিনি নাঈমুজ্জামান মুক্তা। আশারাখি প গড়ের সব মানুষের নেতা হবেন তিনি। ত্যাগী ও সব মানুষের পাশে থাকবেন এই প্রত্যাশা সবার সব জনমানুষের। এদিকে কেন্দ্রীয় ভাবে মনোনয়ন ঘোষনার পর প গড় জেলা শহরে আওয়ামীলীগের নেতাকর্মী ও সর্মথকরা আনন্দ মিছিল করেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত