মীরবাগে সড়ক দুর্ঘটনায় সেনা পরিচ্ছন্নতা কর্মী নিহত, আহত ৫

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২১, ০৮:৫৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫

কাউনিয়া উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ এলাকায় বুধবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় ইউনুছ আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত ৫ জন।

থানা সূত্রে জানাগেছে কাউনিয়া থেকে অটোতে করে রংপুর যাওয়ার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ এলাকায়  দুর্ঘটনায় রংপুর সদরের ভগিবালাপাড়া গ্রামের শহর আলীর পুত্র সেনা সদস্য ইউনুছ আলী (৫৫) নিহত হয় অপর ৫জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করে। আহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকার মমিনুল ইসলামের স্ত্রী আঞ্জুআরা বেগম (৪২), কন্যা মহিমা তাসমিন (১৪), গংগাচরা উপজেলার উত্ততর পানা পুকুর গ্রামের আলেপ উদ্দিন (৫৫), রংপুর সদরের সেনপাড়া এলাকার বাবলু মিয়ার পুত্র শিমুল (২২), এবং কাউনিয়া সাহাবাজ গ্রামের আটো চালক সুজন (২৪)। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। কাউনিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান ১জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত