মীরবাগে ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে ব্যাবসায়ীর আত্মহত্যা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৪
কাউনিয়া উপজেলার মীরবাগ দক্ষিণ মহেশা (ঘুঘরীটারী) গ্রামের কাঠ ব্যবসায়ী সুমন মিয়া (২৯) মঙ্গলবার রাতে ঋন থেকে মুক্তি পেতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক ও এলাকার ব্যবসায়ী সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউপির উত্তর মহেশা গ্রামের মোস্তাফিজার রহমানের পুত্র সুমন মিয়া (২৯) গ্রামের দাদন ব্যবসায়ীর নিকট থেকে চড়া সুদে ঋণ নিয়ে মীরবাগ কদমতলা বাসস্ট্যান্ডে একটি দোকান ঘর ভাড়া নিয়ে কাঠ ফার্নিচারের ব্যবসা শুরু করে। কিন্তু করোনা কালে ব্যবসা মন্দা যাওয়ায় ঋণ পরিশোধে সে ব্যর্থ হয়। ঋণ থেকে মুক্তি পেতে সে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কাঠ ফার্নিচারের দোকানের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পাশে থাকা দোকানের কর্মচারীরা টের পেয়ে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত