মিয়ানমারের বিকট বিস্ফোরণে কাঁপছে টেকনাফ
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৩:২৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
মিয়ানমারের রাখাইনে একের পর এক বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তের বাড়িঘর কেঁপে উঠছে। দুই দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার রাখাইন থেকে টেকনাফে আবার ভেসে আসে বিস্ফোরণের বিকট শব্দ।
বুধবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ওই শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।
টেকনাফ সীমান্তের লোকজনের ভাষ্য, রাখাইন রাজ্যের মংডুতে মর্টার শেলের বিস্ফোরণের শব্দে কাঁপছে সীমান্ত এলাকা। মংডু টাউনশিপের আশপাশের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকে মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে সাবরাং এলাকা। একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়ি-ঘর কেঁপে উঠছে। বিস্ফোরণের শব্দে মানুষের নির্ঘুম রাত কাটছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মায়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মায়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।
টেকনাফের ইউএনও বলেন, “পৌরসভা, সদর ও সাবরাংয়ের বাসিন্দারা কিছুক্ষণ পর থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। এতে করে তারা আতঙ্কগ্রস্ত।”
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত