মিয়ানমারের জান্তা সরকারকে আর্থিক সহায়তা দিচ্ছে চীন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৯:৩৩ | আপডেট : ৪ মে ২০২৫, ১৭:৫৫

মিয়ানমারের সামরিক সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে বিশাল অংকের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে চীন। এ নিয়ে দু’দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। মিয়ানমারে চীনের দূত ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
নেপিদোর চীনা দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টির সত্যতাও স্বীকার করা হয়েছে।
জানা যায়, চীনের দেওয়া এই আর্থিক সহায়তার পরিমাণ ৬০ লাখ ডলার। মিয়ানমারে মোট ২১টি উন্নয়ন প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে চীন। জান্তা সরকারের কাছে খুব দ্রুতই পুরো অর্থ চলে যাবে বলে জানা গেছে। প্রকল্পগুলোসর মধ্যে রয়েছে পশুর টিকা, কৃষি, বিজ্ঞান, পর্যটন, বিপর্যয় মোকাবিলা ও নানা ধরনের সাংস্কৃতিক লেনদেনের মতো বিষয়।
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে সরিয়ে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পিছনে চীনের একটা বড় সমর্থন রয়েছে বলে বরাবর অভিযোগ করে আসছে বিরোধীরা। এমনকি বিক্ষোভকারীদের দমন করতে জান্তা সরকারের হাতে চীন অস্ত্র তুলে দিচ্ছে বলেও একাধিকবার অভিযোগ উঠেছে। কিন্তু প্রতিবারই চীন সেই অভিযোগ অস্বীকার করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত