মিরনজিল্লা হরিজন পল্লীতে হামলার নিন্দা জানিয়েছে ৫ দলীয় বাম জোট

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১১:৫৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯

শত বছরের পুরোনো মিরনজিল্লা হরিজন পল্লীতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর নির্দেশে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী হামলায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট । জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি ( ন্যাপ ) সভাপতি তালেবুল ইসলাম, সমতা পার্টির সভাপতি সামছুল আলম এক যুক্ত বিবৃতিতে নিন্দা জানান ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যুগ যুগ ধরে মিরনজিল্লা হরিজন পল্লীতে ক্ষুদ্র জনগোষ্ঠীর এই হরিজন সমাজের বসবাস । স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী মহল এবং ঢাকা দক্ষিণ এর মেয়র এর সম্প্রতি নজর পরেছে এই জায়গা টার উপর । তাই যেন তেন উপায়ে এই সম্প্রদায়ের লোক দের উচ্ছেদ করে দখল করার মানসে আজকের এই হামলা ।

নেতৃবৃন্দ এই অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশের বিবেকবান জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত