মিরকাদিমে আগুনে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান 

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৭ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ১৭:৫৩

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ভবন সংলগ্নে  ফার্নিচার পট্টিতে আগুনে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সদর ও কমলা ঘাট বন্দরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও স্থানীয় জনতা এবং রেডক্রিসেন্টের একটি সেচ্ছাসেবি টিম। সদর উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ তানজির জানান,

গতকাল ৮ ই ফেব্রুয়ারি রোজ শনিবার রাত ১০ টার কিছুক্ষণ আগে আগুন লাগার ঘটনা শোনে তারা ঘটনা স্থলে পৌঁছান। প্রায় দেড় ঘন্টার অবিরাম চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তিনি জানান,একটি সাউন্ড সিস্টেমের দোকান থেকে আগুন লেগে পাশের কাঠ,ফার্নিচার ও ফলের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে আশে পাশের ফার্নিচারে দোকানগুলো রক্ষা করা যেতো না। তিনি জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে  তদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং ক্ষতির পরিমান এগুনো নিরুপন করা যায়নি। অন্যদিকে  সাউন্ড সিস্টেম দোকানের স্বত্বধিকারী মহিউদ্দিন মিয়া অভিযোগ করেন, শত্রুতাবসত কেউ তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়ে তাকে নি:স্ব করে দিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত