মিডিয়া বা জনগণ আমাদের নিয়ে কী বলছে তা দেখার সময় নাই: লিটন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৫:১৭ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৩২

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সেমিফাইনাল খেলা তো দূরের কথা টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কিন্তু এসব সমালোচনা তেমন একটা পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার লিটন দাস। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে লিটন দাস বলেন, 'মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।'
 
লিটন আরও বলেন, 'সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করবো দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।'


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত