মা তোমাকে মনে পড়ে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

অনিল সেন
---------------


শীতের মিষ্টি রোদ দেখলে
আমি কষ্ট পাই 
আমার মায়ের কথা মনে পড়ে।
ভোরের আকাশের দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের মুখ মনে পড়ে।
থালা ভর্তি ভাত দেখলে
চোখে জল আসে 
আমার মায়ের কষ্টের কথা মনে পড়ে।
দুবাছিড়ি নদীর দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের কান্নার কথা মনে পড়ে।
সদ্য ফোঁটা গাঁদাফুল দেখলে
আমি কষ্ট পাই 
আমার মায়ের হাসির কথা মনে পড়ে।
নীড়ে ফেরা সাদা বকগুলোর দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের স্মৃতির কথা মনে পড়ে।
আমার ছোট্ট গ্রামটা দেখলে
আমি কষ্ট পাই 
আমার মায়ের দু'চোখ মনে পড়ে।
রুই কাতলা মাছের দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের ভালো লাগার কথা মনে পড়ে।
বালুতে ভাজা খইমুড়ি দেখলে
আমি কষ্ট পাই 
আমার মায়ের অপেক্ষার কথা মনে পড়ে।
অভাব-অনটনে থাকা মানুষের দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের ব্যাকুলতার কথা মনে পড়ে।
নারীর কোলে শিশুর দেখলে
আমি কষ্ট পাই 
আমার মায়ের আদরের কথা মনে পড়ে।
বাড়ির সামনে শশ্মানটার দিকে আমি
তাকাতে পারি না 
আমার মায়ের হারিয়ে যাওয়ার দৃশ্য মনে পড়ে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত