মায়া-কামরুলকে আ'লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাড. কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাড. কামরুল ইসলাম এমপি-কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।
এর আগে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এই দুই নেতাসহ খায়রুজ্জামান লিটনকে সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে জানা গেছে। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, এ ধরনের কিছু হলে দল থেকে চিঠি দিয়ে জানাবে। পরে অবশ্য সপ্তাহ খানেক পরে খায়রুজ্জামান লিটনকে সভাপতিমন্ডলীর সদস্য করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত