মাশরাফির জন্মদিন আজ, মুশফিক-নাফিসদের শুভেচ্ছা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ১২:৪৯ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭
বাংলাদেশ দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ (৫ অক্টোবর)। এ দিনে দেশের এ নন্দিত ক্রিকেটার ৩৮তম বসন্তে পৌঁছে গেলেন। জন্মদিনে তাকে বাংলাদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন শুভেচ্ছা।
ম্যাশেকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম লিখেছেন, 'শুভ জন্মদিন কিংবদন্তি। আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।' জাতীয় দলের তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এক ফেসবুকে পোস্টে লিখেছেন, 'শুভ জন্মদিন মাশরাফি ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুন।'
মাশরাফির পুরোনো বন্ধু বাংলাদেশের সাবেক ওপেনার নাফিস ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা। আপনার সাথে কাটানো সময়গুলো বেশ উপভোগ্য। ভালো থালবেন।'
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানও মাশরাফিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন চ্যাম্প। দিনটির জন্য অনেক শুভকামনা'
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেসার মাশরাফি বিন মুর্তজার। এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২০ সালে। এরপর নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি এ পেসারের। তবে বাংলাদেশের সফলতম সাবেক এ অধিনায়ক খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া লিগগুলোতে। মাশরাফি বর্তমান জাতীয় সংসদের একজন সদস্য। নড়াইল-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত