মার্কিন সাংবাদিকদের কড়া সতর্কবার্তা দিলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৯ |  আপডেট  : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

কোনো সাংবাদিক/ লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ/বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে ট্রাম্প আছেন আজ ৩৭ দিন হলো। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সম্প্রতি আমার প্রেসিডেন্সির এক মাস পূর্ণ হয়েছে। এই এক মাস ছিল ব্যাপকভাবে সাফল্যমণ্ডিত; কিন্তু আমি লক্ষ্য করছি যে নামহীন বা বেনামী সূত্রের বরাত দিয়ে কিছু প্রকাশনা ও সংবাদমাধ্যম এমন কিছু লেখা করছে, যেগুলো বানোয়াট এবং রীতিমতো মানহানিকর কল্পকাহিনী।”

“আমি এমন কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে চিন্তাভাবনা করছি। কারণ আমি সত্যিই জানতে চাই যে যেসব বেনামী সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে, বাস্তবে সত্যিই সেসব সূত্রের অস্তিত্ব রয়েছে কি না।”

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একটি বই লিখেছিলেন মার্কিন সাংবাদিক মাইকেল ওলফ। অনুসন্ধানী প্রতিবেদনের আদলে লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ নামের সেই বইটি সে বছর সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিল।

সম্প্রতি সেই বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছেন ওলফ। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর হোয়াইট হাউস ছেড়ে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ফ্লোরিডায় নিজের বিলাসবহুল প্রাসাদ মার-এ লাগোতে যখন বসবাস করছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে সময় প্রায় নিয়মিতই তাকে অপমান করতেন মেলানিয়া। আগের সংস্করণের মতো এই সংস্করণটিও বেশ ভালোই বিক্রি হচ্ছে।

মার্কিন রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মাইকেল ওলফের বইয়ের জেরেই বুধবারের এই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত