অস্ত্র সমর্পণের আহ্বান উপেক্ষা করলো ইউক্রেন
মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১০:০৩ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে মানবিক বিপর্যয় আসন্ন বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, শহরকে বাঁচাতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে কিয়েভ সরকার মারিউপোলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে বন্দরনগরী মারিউপোলের উপর ভয়াবহ বোমাবর্ষণ চলছে। নগরীর আশপাশের সড়কগুলোতে যখন প্রচণ্ড নগরযুদ্ধ চলছে তখন সেখানে প্রায় চার লাখ বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। এসব মানুষকে পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে।
মারিউপোলের আত্মসমর্পনের রুশ আহ্বান উপেক্ষা করে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ওয়ারশচুক বলেছেন, আত্মসমর্পন কিংবা অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না। আমরা আগেই বিষয়টি মস্কোকে জানিয়ে দিয়েছি। রাশিয়া বলেছিল, মারিউপোলে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে সেখানকার বেসামরিক নাগরিকদের নিরাপদে শহরত্যাগ করার সুযোগ দেয়া হবে।
এদিকে, মারিউপোল সিটি কর্পোরেশন জানিয়েছে, শহরটির কয়েক হাজার অধিবাসীকে নিরাপদে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার গণমাধ্যমগুলিও জানিয়েছে, গত কয়েক দিনে কয়েকশ’ বাসে করে প্রচুর পরিমাণ ইউক্রেনের নাগরিককে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত