মারা গেলেন ভারতীয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১১

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

এ অভিনেতার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১০ আগস্ট জিম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাজু। তখনই তাকে দিল্লির এইমস হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বুধবার সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৮০ সাল থেকে বিনোদন জগতে কাজ করা রাজু শ্রীবাস্তব স্ট্যান্ড কমেডি ছাড়াও একাধিক হিন্দি ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘বম্বে টু গোয়া’, ‘আমদানি আঠানি খরচা রূপাইয়া’, ‘বাজিগর’ ও ‘ম্যানে প্রেম কি দিওয়ানি হো’ উল্লেখযোগ্য।

এদিকে খ্যাতিমান এ কৌতুক অভিনেতার মৃত্যুর খবরে ভারতীয় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত