‘মানিকে মাগে হিথে’র নতুন সংস্করণ, এবার ইংরেজিতে (ভিডিও)
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ১১:৪২ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
মাস সাতেক আগে ইউটিউবে সিংহলি ভাষায় একটি গান অবমুক্ত হয়েছিল, ‘মানিকে মাগে হিথে’। মুহূর্তেই যা ভাইরাল হয়ে যায়। বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন গানটি শেয়ার দেওয়ার পরই যেন ভাগ্য খুলে যায় এর গায়িকা শ্রীলঙ্কান ইয়োহানি ডি’ সিলভার।
আর গত সাত মাসে একের পর এক মাইলফলকে এগিয়েছেন এই শিল্পী। ভারতে চলছে তার ধারাবাহিক কনসার্ট। অংশ নিয়েছেন বলিউড ছবির প্রমোশনে। এমনকি হিন্দি সংস্করণে গানটি থাকছে বলিউড অভিনেতা অজয় দেবগনের সিনেমাতেও।
এবার ‘মানিকে মাগে হিথে’র নতুন সংস্করণ হলো। আর তা ইংরেজিতে। গাইলেন ডাচ গায়িকা এমা হিস্টার্স।
সুর, তাল এক রেখেই নিজের মতো করে এটি সাজিয়েছেন তিনি। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই চার লাখ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভাসিয়েছেন তার অনুরাগীরা।যার সুবাদে নতুন সেনসেশন ইয়োহানি আবারও শিরোনামে।
জানা যায়, ‘মানিকে মাগে হিতে’ ছিল মূলত শ্রীলঙ্কান সিনেমার গান। গত বছরে ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইয়োহানি গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই চর্চা শুরু হয় এটি নিয়ে। ইতোমধ্যে এই গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত