মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটি উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২১
মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটি 'র উদ্যেগে ৫২র ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি সাংবাদিক শফিক স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫২ ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ড. বশির আহম্মেদ।
মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সহ- সভাপতি মীর ইমরান হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ( অবঃ) অধ্যাপক ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির উপদেষ্টা ইয়াকুব খান শিশির, বক্তব্য রাখেন উপদেষ্টা ফায়েজুল শরীফ, চ্যানেল ২৪ এর মাদারীপুর জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম,সাংবাদিক সোসাইটির কোষাধ্যক্ষ মোঃ তাজুল মাতুব্বর,একুশে টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ, দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মহসিন তালুকদার,চ্যানেল আই এর মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইন,মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন,কার্যকরী সদস্য মোঃ রবিউল হাসান,রাজু আহমেদ,মঞ্জুরুল ইসলাম শহিদ,জাহাঙ্গীর হোসেন আদর প্রমুখ। পরে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামণা করে দোয়া অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত