মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রকাশ: ৩০ মে ২০২১, ১৮:২৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৭
মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে কুলপদ্দি চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠুর পরিচালনায় বাদ আসর অনুষ্ঠিত মিলাদও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন।অন্যান্যের মধ্যে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মর্তুজা আলম ঢালী, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ ফজলুল হক বেপারী, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান,জেলা বিএনপির সদস্য আঃ রশিদ মিয়া, জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি মোঃ ইউনুচ শিকদার, মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সাধারন সম্পাদক মোঃ ফারুক বেপারী,সাংগঠনিক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, মোঃ আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা মৎস্যজীবিদলের আহবায়ক মোঃ সায়েম বেপারী, সদস্য সচিব সরোয়ার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, শ্রমিকদল নেতা এ্যাডঃ শামীম মিয়া, মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকিরসহ ডাসার থানা বিএনপি এবং তার অঙ্গও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত