মাদারীপুর জেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৪:২৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪১
মাদারীপুরে জেলা আনসার সমাবেশ আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাদারীপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-পরিচালক ফাতেমা সুলতানা, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আনসার কমান্ডেন্ট শরফুজ্জামান।
সমাবেশে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাদারীপুরের সদস্যরা সফল হওয়ায় তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যারা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত