মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ-প্রতিবাদ সভা
প্রকাশ: ৬ জুন ২০২১, ১৯:৫৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৮
মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অংশ নেন জেলার ৪টি উপজেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধা। এছাড়া সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের সহ¯্রাধিক মানুষও অংশ নেন।
এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবী জানান। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। এদিকে বিকেলে সাড়ে ৪টার দিকে একই দাবীতে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের লালুনার মোড়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। এ সময় সড়কে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে স্লোগান দেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মাদারীপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এ সময় সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা শাজাহান খানের বাবার বিভিন্ন পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে তার বাবার ভুমিকা নিয়েও সমলোচনা করেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এবং অন্যটির নেতৃত্ব দেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বাহাউদ্দিন নাসিমের অুনসারী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত