মাদারীপুর জেলায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ২৬ মে ২০২২, ১৫:৩০ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬
মাদারীপুর জেলায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিনব্যাপী এই কর্মশালা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।মাদারীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আলম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মেদ খান, মাদারীপুর ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক ও পৌরসভা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. রুহুল আমিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত