মাদারীপুর কৃষককে হাতুড়িপেটা করে কাটা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৬:০৩ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১২:১৬
চান্দু ভুইয়া নামের কৃষককে (৪৫)হাতুরীপেটা ও কাটার দিয়ে কুপিয়েছে র্দূবৃত্তরা। সে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের চড় গ্রামের হাসু ভুইয়ার ছেলে। আজ সকালে মাদারীপুরের মিয়ার হাটবাহারে পাট বিক্রি শেষে নৌকা করে বাড়ি ফেরার সময় কয়েকজন টলারে এসে নৌকা থামিয়ে দু’পা সহ সমস্ত শরীরে হাতুরীপেটাকরে এবং ডান পা কাটারী দিয়ে কুপায় জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা।
পরে তাকে উদ্ধার করে কালকিনি সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত চান্দু ভুইয়া বলেন, আমি হাটে পাট বিক্রি করে বাড়ি যাওয়ার সময় ঐ দলের লোকেরা আমার নৌকা থামিয়ে আমাকে টেনে তাদের টলারে নিয়ে হাতুরী দিয়ে পিটিয়ে ও কাটার দিয়ে আমার এক পা রক্তাক্ত করে ফেলেছে অনেক রক্ত ঝড়েছে আমি ওদের বিচার চাই। কালকিনি থানার অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনা শুনেছি এখনো অভিযোগ পাইনি পেলে ব্যাবস্থা নিব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত