মাদারীপুরে ৭ম ভোটার দিবস পালিত

  এসআর শফিক স্বপন, এাদারীপুর

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ১৮:৫৩ |  আপডেট  : ৩ মার্চ ২০২৫, ১১:৩২

“তোমার আমার বাংলাদেশে- ভোট দিবো মিলে মিশে” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে। মাদারীপুর জেলা নির্বাচন অফিস আয়োজিত জাতীয় ভোট দিবস উপলক্ষে  রবিবার সকালে মাদারীপুর লেকেরপাড়স্থ জেলা প্রশাসক এর বাস ভবনের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ তলা সমন্বিত ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে  মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা: ইয়াছমিন আক্তার । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মো: হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কাউটগণ উপস্থিত ছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত