মাদারীপুরে ৫৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১৫:৪১ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪২
মাদারীপুর কালকিনির গোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদারীপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৮)। শনিবার সকাল ১২টায় মাদারীপুর র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান র্যাব। শুক্রবার (১৯ নভেম্বর ) রাত পৌনে ১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার আব্দুল আজিজের সরদারের ছেলে সেলিম রেজা (৫১) ও একই গ্রামের রাজাউল্লা ইসলামের ছেলে মাসুদ রানা (২০)।
এ সময় আটককৃতদের কাছে থেকে ৫৯০ বোতল ফেন্সিডিল , মাদকদ্রব্য পরিবহনে ১ টি ট্রাক, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ১৬ হাজার ৩৬৫ টাকা জব্দ করা হয়।
মাদারীপুর র্যাব-৮ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল মাদারীপুর ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে।
তিনি আরও বলেন, তাদের কাছে থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত