মাদারীপুরে শীত-কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮
মাদারীপুরে কনকনে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে তীব্র ঠান্ডায় কাঁপছে দক্ষিনের দ্বার মাদারীপুর। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে মাদারীপুরের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে এনে দিনে খাওয়া নিম্ন আয়ের মানুষজন, শ্রমিক, দিনমজুর, কৃষি-শ্রমিকরা পড়েছে বিপাকে। তাদের আয়-রোজগার কমে গেছে। শীত ও হিমেল হাওয়া অধিকতর কষ্টে পড়েছে হতদরিদ্র ও অসহায় সাধারন মানুষেরা।
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র ঠান্ডার কারণে বিভিন্ন রোগব্যাধির প্রকোপ বেড়ে গেছে। ঘন কুয়াশার মধ্যে সকাল থেকে দুপুর অবধি হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচলে ঝুঁকি বেড়ে গেছে অনেকাংশে।
গ্রামনগরবার্তা/কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত