মাদারীপুরে যৌতুকের দাবীতে নির্যাতনের শিকার দুই সন্তানের জননী
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ১৫:৪৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১২
মাদারীপুর সদর উপজেলার পানিছত্র চৌরাস্তা এলাকায় স্বামীগৃহে যৌতুকের দাবীতে শারিরীক নির্যাতনের শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ সন্তানের জননী লিজা আক্তার(৩০) নামে এক গৃহবধূ।
ঘটনার বিবরণে লিজা আক্তার জানান, তার স্বামী আজমীর ঘরামী (৩৮) একসময় ইতালিতে কর্মরত ছিলো। ইতালি থেকে দেশে চলে আসার পরে দেশে কোনো কাজ-কর্ম না করে বেকার জীবন-যাপনের পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা ও যৌতুকের দাবীতে বিভিন্ন সময় সে লিজা আক্তারের উপর চাপ দিতে থাকে এবং এজন্য সে লিজাকে প্রায়ই মারধর করতো।
স্বামীর প্রত্যাশিত টাকা দিতে না পারায় ঘটনার দিন গত বুধবার ( ২ মার্চ) দুপুরে লিজাকে অমানুষিক শারিরীক নির্যাতন করে রক্তাক্ত করে। মারাত্মক আহত অবস্থায় আশে-পাশের লোকজন এসে আহত লিজাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে আজমীর ঘরামী গা ঢাকা দেয়। বর্তমানে মারাত্মক আহত অস্থায় লিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত