মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১৪:৪৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪২
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের বাস ভবন চত্ত¡রে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবস পালন করা হয়।
মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের প্রহরায় জেলা বিএনপির সদস্য সচিবের নিজ বাসভবন চত্ত¡রে আলোচনা সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হোসেন, যুগ্মা সাধারণ সম্পাদক ইলিয়াছ মুন্সি ইরাদ ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি মো. শাহীন মৃধা। এসময় বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে একটি কেক কাটা হয়। এছাড়া কালকিনি, শিবচর, রাজৈর ও ডাসার উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত