মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯ |  আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:৫৭

মাদারীপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় এ সম্মাননার  আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত  সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সারা বাংলাদেশের ৬১ টি জেলায় একযোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মাদারীপুর জেলায় যে  তিনজন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া পেয়ারপুর এলাকার  আরোতি রানী সাহা, সদর উপজেলার রাজারচর পখিরা এলাকার মোসাঃ আয়শা বেগম এবং  কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার চিন্তাময়ী বাড়ৈ।   এদের মধ্যে দুইজন নারী মুক্তিযোদ্ধা জীবিত এবং একজন মৃত। মৃত নারী মুক্তিযোদ্ধার পক্ষে তার দুই ছেলে সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।  
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কিশোর কিশোরী ক্লাব এর শিক্ষক, কর্মচারী,  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত