মাদারীপুরে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান   

  জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৬ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-২ আসন থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন টানা ৭ বারের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা নিয়ে মাদারীপুর দুই সংসদীয় আসন। এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত