মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিজয়ী বীর সন্মাননা প্রদান

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৪:২০ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:০৮

মাদারীপুর পৌরসভা কমপ্লেক্সে বুধবার(২৯ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিজয়ী বীর সন্মাননা প্রদান করা হয়েছে। সন্মাননা অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

মাদারীপুর পৌরসভা আয়োজিত সন্মানণা অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য নাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: আজাহ্রাুল ইসলাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল পিপিএম(বার), বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান প্রমুখ।

আলোচনা শেষে  মাদারীপুরের  ২৪ জন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্মাননা পদক তুলে দেওয়া হয়। পরে  মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ  বিজয়ী ১৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত