মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মশক নিধন ও পরিস্কার পনিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম শুরু

  এসআর শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ১৬:৩৫ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৫

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি ” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর স্বাস্থ্য বিভাগ ও বিডি ক্লিন মাদারীপুর এর যৌথ উদ্যেগে বুধবার সকালে পুরান বাজার রাজ্জাক হাওলাদার একাডেমীর ছাত্র-ছাত্রীদের মাঝে মশক নিধন ও পরিস্কার পরিচ্চন্নতা সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরিবেশ পরিস্কার রাখা ও মশার বিস্তার বন্ধ করার বিষয়ে বক্তব্য রাখেন রাজ্জাক হাওলাদার একাডেমীর প্রধান শিক্ষক মো: মাজাহারুল ইসলাম, মাদারীপুর পৌরসভার কন্ধসঢ়;জারভেন্সী ইন্সপেক্টর সায়েম খান তৌহিদ, বিডি ক্লিন মাদারীপুরেরব সমন্বয়কারী সিফাত মাহমুদ প্রমুখ।
পরে নতুন বাংলাদেশ বিনির্মানে একাডেমীর ছাত্র-ছাত্রীদেরকে মশক নিধন ও পরিস্কার পনিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করানো হয়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত