মাদারীপুরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা 

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১৬:২৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:৪২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মানহানীকর মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিজ্ঞ আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল-মামুন এর আদালতে মামলা দায়ের করেন মাদারীপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাফর ইমাম সুজন।

মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল চলতি বছর ১লা অক্টোবর ঢাকায় বসে বিএনপি’র একটি আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি ও কুরুচিপূর্ণ, মানহানিকর বক্তব্য প্রদান করেন। এছাড়া একই আলোচনা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও বিতর্কিত অসম্মানজনক বক্তব্য প্রদান করেন। আলালের উক্তরূপ বক্তব্য দ্বারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানহানী ঘটায় বাদী দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৫(ক)(খ)/৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন। 

বাদী পক্ষে মামলাটি দায়ের করেন এডভোকেট সুজন ভৌমিক। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত