মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ মে ২০২২, ২১:৩১ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

মাদারীপুরে পাটক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সোবাহান নামে আরেক কৃষক। রোববার (২৯ মে) সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামের বাসিন্দা ও আহত সোবহান একই গ্রামের বাসিন্দা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় কয়েকজন কৃষক শ্রমিক দীর্ঘদিন ধরে কৃষি জমিতে কাজ করে আসছেন। প্রতিদিনের মতই গতকাল সকালে পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও সোবহান খালাসী। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। আহত হন সোবহান খালাসী (৪৫) নামে আরেক শ্রমিক। তাকে জেলার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত