মাদারীপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন

মাদারীপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১১:২৯ |  আপডেট  : ৪ মে ২০২৫, ১৮:৪২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর সরকারি কলেজ। গতকাল রবিবার বিকেলে আচমত আলী খান স্টেডিয়াম মাঠে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সরকারি কলেজ। 

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুররশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজী, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমনমিত্র।

৭ জুন থেকে শুরুহওয়ায়টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণকরে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত